কাউনিয়ায় নিখোঁজের একমাস পার হলেও ছাত্র সমাজের সভাপতিকে উদ্ধার করতে পারেনি পুলিশ
প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ১৮:৫৬ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:০১
কাউনিয়া উপজেলা ছাত্র সমাজের সভাপতি ও বালাপাড়া ইউনিয়নের গের্দ্দবালাপাড়া গ্রামের সোলাইমান আলীর পুত্র ঈশা সিদ্দিক নুপুর (৩৬) এক মাস ৮দিন ধরে নিখোঁজ হলেও উদ্ধার করতে পারে নি পুলিশ। পরিবারের উৎবেগ উৎকন্ঠা বেড়েই চলেছে।
নিখোঁজ ছাত্র সমাজ নেতার স্ত্রী সাজিজনা আক্তার জানান, তার স্বামী ঈশা সিদ্দিক নুপুর বাড়ি থেকে ১১ ফেব্রæয়ারী সকালে উপজেলা সদরে যাওয়ার কথা বলে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ সম্ভাব্য সব জায়গায় খোঁজা খুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নম্বর টি নিখোঁজের দিন থেকে বন্ধ রয়েছে। এ ব্যাপারে কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জাতীয় পার্টি কাউনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন উপজেলা ছাত্র সমাজের সভাপতি ইশা সিদ্দিক নুপুর নিখোঁজ হওয়ায় বিষয়টি তার পরিবার আমাদেরকে জানিয়েছে। আমরা জাতীয় পার্টির নেতা কর্মীরা এ ব্যাপারে উদ্বিগ্ন। আমরা পুলিশ প্রশাসনের নিকট নিখোঁজ ছাত্র সমাজ সভাপতি ইশা সিদ্দিক নুপুর কে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহবান জানাচ্ছি। তার স্ত্রী সাজিজনা আক্তার জানান যতদিন যাচ্ছে ততদিন উৎবেগ উৎকন্ঠা বাড়ছে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মাহফুজার রহমান বলেন অভিযোগ পেয়েছি আমারা তাকে উদ্ধারের জোর চেষ্টা চালাচ্ছি।
ইবি
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত