কাউনিয়ায় নব নির্মিত প্রাথমিক বিদ্যালয় ভবনের চাবি হস্তান্তর
প্রকাশ: ৯ জুন ২০২২, ২০:০৫ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৬:২৮
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের গদাই সরকারী প্রাখমিক বিদ্যালয়ে ৭২ লাখ টাকা ব্যায়ে দোতলা ভিত্তি একতলা বিশিষ্ট্য নব নির্মিত ভবনের চাবি বৃহস্পতিবার হস্তান্তর করা হয়।
গদাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমান এর কাছে চাবি হস্তান্তার করেন উপজেলা প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান জেমি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, বাংলাদেশ দোকান মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি মোঃ মঞ্জুম আলী, ঠিকাদার মোঃ সফিকুল ইমলাম,সাংবাদিক জহির রায়হান প্রমূখ। নতুন ভবন পেয়ে ছাত্র-ছাত্রীরা বেজায় খুশি। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় কাউনিয়ায় আরও বেশ কয়েকটি বিদ্যালয়ের ভবন নির্মানের কাজ চলমান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত