কাউনিয়ায় নদীতে মাছ মারতে গিয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২১, ১৬:৩০ |  আপডেট  : ২১ নভেম্বর ২০২৪, ১৬:৫২

কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের রামচন্দ্র পুর গ্রামে গত শনিবার রাতে শখের বসে নদীতে মাছ মারতে গিয়ে সাপের কামড়ে ফিরোজ মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

পারিবারিক সূত্রে জানাগেছে রামচন্দ্র পুর গ্রামের মোফাচ্ছেল হোসেন হাদীর ছেলে ফিরোজ মিয়া (২৫) অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। শনিবার রাত নয়টার দিকে শখের বসে স্থানীয় বুড়াইল নদীতে টর্চ লাইট জ্বালিয়ে কোঁচা দিয়ে মাছ ধরার সময় সাপে কামড় দেয়। ঢোরা সাপ কাপড় দিয়েছে তেমন কিছু হবেনা ভেবে আবারো মাছ মারা শুরু করে। ঘন্টা খানিক পরে শরীরে অ¯^স্তি শুরু হয়। এতে দূর্বল হয়ে চলার শক্তি হারিয়ে ফেলে। সাথে থাকা অপর মাছ শিকারী যুবক তাকে ঘাড়ে করে বাড়ীতে নিয়ে আসে। পিতা ও পরিবারের সিন্ধান্তে নিকটস্থ ওঝার কাছে নিয়ে গিয়ে ২ ঘন্টা ধরে চলে ঝাঁড়-ফুঁক। রোগীর বমি শুরু হলে ওঝা হাফিজার তাকে মেডিকেলে ভর্তির কথা বলে। 

পরিবারের লোকজন তাকে মেডিকেলে না নিয়ে আবারো ১০ কিলোমিটার দুরে বুদু কামলা এলাকায় আরো বড় ওঝার (কবিরাজ) কাছে রাত ১ টার দিকে নিয়ে যায়। সে খানে চলে দুই ঘন্টা ধরে ঝাঁড়-ফুঁক। ততক্ষণে রোগীর ঘন ঘন বমি শুরু হয়। চোখে ঝাপসা দেখতে থাকে। বিসক্রিয়ায় শরীর অবস হয়ে পড়ে। তবুও কবিরাজ বলেন শেষ চেষ্টা করে দেখি। তিনি বাঁশ ঝাড় থেকে নিয়ে আসেন লতাপাতা। খেতে দেন অসুস্থ ফিরোজ কে। ঔষধ মুখ বেয়ে নিচে পড়ে। ইতিমধ্যে সে ঔষধ খাওয়ার শক্তি টুকুও হারিয়ে ফেলেছে। রোগীর অবস্থা খারাপ দেখে পরিবারের লোকজন ভোর সাড়ে তিন টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত