কাউনিয়ায় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার ৬ষ্ঠ বর্ষ উদ্যাপন

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২ নভেম্বর ২০২২, ১৭:৫৭ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১৬:২৭

জাতীয় দৈনিক  দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার ষষ্ঠ বর্ষ উদ্যাপন উপলক্ষে বুধবার আলোচনা সভা, কেক কাটা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

থানা রোডে আয়কর আইনজীবী হুমাযুন কবিরের অফিসে স্বদেশ বিচিত্রা পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ সাইদুল ইসলামের আয়োজনে আলোচনা সভা, কেক কাটা ও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, মহিলা আওয়ামী লীগ নেত্রী পাপরী রানী চক্রবর্তী, রিপোটার্স ইউনিটির সভাপতি শাহ মোবাশ্বেরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিন্টু, বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুস ছালাম, বাংলাদেশ কংগ্রেস এর কেন্দ্রীয় সদস্য আকরাম হোসেন, যুগান্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস বসনিয়া, সাংবাদিক নিতাই রায়, সাংবাদিক জহির রায়হান, আসাদুজ্জামান, সাইফুল ইসলাম, জসিম সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফিরোজ সরকার, সুশান্ত সরকার, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোছাব্বের আহমেদ কোয়েলসহ সুধীজন ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আলোচনা সভা ও কেক কাটা শেষে একটি শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত