কাউনিয়ায় দুইদিন ব্যাপি করোনা সংক্রমক ব্যাধি নিয়ন্ত্রণে প্রশিক্ষণ সমাপ্ত

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২১, ২০:১৯ |  আপডেট  : ১১ মে ২০২৪, ১৬:০৮

রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে আয়োজনে উপজেলা পরিষদ ও উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্প (জাইকা) সহযোগিতায় কোডিভ-১৯ সহ অন্যান্য সংক্রমক ব্যাধি নিয়ন্ত্রণে ভূমিকা বিষয়ক ২দিন ব্যাপি প্রশিক্ষণের বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে।

উপজেলা টিপু মুন্শি অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যার মোছাঃ আঙ্গুরা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডাঃ মীর হোসেন, থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, ডাঃ ওমর ফারুক, মেডিক্যাল অফিসার ডাঃ তৌহিদুল ইসলাম, ইউডিএফ স্থানীয় সরকার বিভাগ আতিকুল ইসলাম, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ প্রমূখ। প্রশিক্ষণে স্বাস্থ্য কর্মী, সাংবাদিক, স্থানীয় সমাজ সেবক, গ্রাম পুলিশসহ দুই দিনে ৮০ জন কে প্রশিক্ষণ গ্রহন করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত