কাউনিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে দাত হারালেন মঞ্জিলা বেগম

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১৯:১২ |  আপডেট  : ২২ নভেম্বর ২০২৪, ১৬:০১

ঘাস কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বেকী ও দা এর আঘাতে উপর পাটির দাত হারালেন মঞ্জিলা বেগম (৩৫)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতি বেটুবাড়ি গ্রামে।

লিখিত অভিযোগে জানাগেছে, পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার দুপুরে রাস্তার ধারে শহিদুল ইসলামের লাগান নেপিয়ার ঘাস প্রতিবেশী মমিনুল ইসলামের স্ত্রী সুরাইয়া বেগম কাটিয়া নিয়ে যায়। ঘাস কাটার বিষয়টি শহিদুল ইসলামের স্ত্রী মঞ্জিলা বেগম (৩৫) বাধা নিষেধ করিলে মমিনুল ইসলাম, তার স্ত্রী সুরাইয়া বেগম ও তার ছেলে আবু সফিয়ান সাগর শহিদুল ইসলামের বাড়ির উঠানে এসে অকথ্যভাষায় গালাগাল করতে থাকে। এক পর্যায়ে কথা কটাকাটির শুরু হলে মমিনুল ও তার ছেলে সাগর এর হতে থাকা দা ও বেকী দিয়ে মঞ্জিলা বেগমের মাথায় আঘাত করলে সে মাথা সরিয়ে নিলে চোট লাগে তার মুখে, সেই আঘাতে মঞ্জিলার মুখের সামনের উপরের পাটির একটি দাত ঘটনা স্থলেই পড়ে যায় এবং আরটি কোন রকমে আটকে থাকে। সে মাটিতে পড়ে গেলে তাকে শহিদুল তার স্ত্রীকে বাচাতে এগিয়ে আসলে তাকেও এলোপাতারি মারপিট করতে থাকে। এরপর তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে কাউনিয়া মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মঞ্জিলা বেগম এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে মঞ্জিলা বেগম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দাত হারিয়ে ব্যাথায় কাতরাচ্ছে। এরপরও মমিনুল ইসলাম মামলা করলে তাদের জানে মেরেফেলবে বলে হুমকি দিয়ে যাচ্ছে। মমিনুলের অত্যাচারে অসহায় হয়ে নিরাপত্তা হিনতায় ভুগছে শহিদুলের পরিবার। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ এসএম শরীফ জানান, এব্যাপারে কোন অভিযোগ পাইনি, পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত