কাউনিয়ায় তিস্তা বাঁচাও নদী বাঁচাও এর দাবীতে মানববন্ধন

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২২, ১৯:০১ |  আপডেট  : ১৬ মে ২০২৪, ০৩:৫৫

কাউনিয়ায় তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে তিস্তা বাঁচাও আন্দোলনের ৬ দফা দাবীতে বৃহস্পতিবার গালস্ স্কুল মোড়ে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচি চলা কালে বক্তব্য রাখেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম কমিটির উপজেলা শাখার সভাপতি মোঃ সামছুল আলম, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তা, সদস্য অহেদ আলী, মোঃ ওয়াহেদুল ইসলাম, ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন, আনোয়ার হোসেন, প্রত্যাশার আলা পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল  প্রমূখ। 

বক্তারা বলেন তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন, বিজ্ঞান সম্মত নদী খনন, নদী পারের সুরক্ষা, ভাঙ্গন কবলিত মানুষের পুর্নবাসন, কৃষি ও কৃষকের সুরক্ষা, অভিন্ন নদী তিস্তায় ভারত থেকে পানির ন্যায্য হিস্যা, তিস্তার ভাঙ্গন, বন্যা, খরায় কৃষকদের স্বার্থ সংরক্ষণ, মহা পরিকল্পনা বাস্তবায়নে ক্ষতিগ্রস্তদের ক্ষতি পুরণ এবং প্রস্তাবিত প্রকল্প এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা পাড়ের মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার দাবী জানিয়েছেন। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারক লিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন কে প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত