কাউনিয়ায় তিস্তা নদীতে চৈত্র মাসে হঠাৎ পানি বৃদ্ধি

  সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ১৮:৫৯ |  আপডেট  : ২৬ এপ্রিল ২০২৪, ০৪:৩০

চৈত্র মাসে সাধারনত তিস্তা নদী হেটে পারাপার হওয়ার উপক্রম হয় প্রতিবছর। নদীর নাব্যতা কমতে কমতে শুন্যের কোঠায় এসে দাঁড়ায়। নদীতে পানি না থাকায় কৃষকসহ নদীর সাথে জীবন ও জীবিকা নির্বাহকারী মানুষ গুলো পড়ে বিপাকে। কৃষিতে সেচ দেয়া নিয়ে পড়ে দুঃচিন্তায়। সেই তিস্তা নদীতে হঠাৎ করে পানি বৃদ্ধির ফলে কৃষক, মৎস্যজীবি, নৌকার মাঝিদের মনে আনন্দের বন্যা বইছে। 

সরেজমিনে গত রবিবার তিস্তা রেল ও সড়ক সেতু এলাকায় গিয়ে দেখাগেছে হঠাৎ করে তিস্তা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। কৃষকের লাগানো ধানগুলো অর্ধেক ডুবে গেছে। পানি বৃদ্ধির ফলে নদীর চেহারায় আমুল পরিবর্তন এসেছে। শুকিয়ে যাওয়া নদীতে পানি প্রবাহ দেখে প্রকৃতি প্রেমী মানুষ গুলোর মনে প্রাণচা ল্লের সৃষ্টি হয়েছে। অনেকে ছোট ছোট নৌকা ভারা নিয়ে নদীতে ঘুরে বেরাতে দেখা গেছে। আনমনে মনে আনন্দে নদীতে মাছ মারতে দেখা গেছে বেশ কিছু মৎস্যজীবিদের। মৎস্যজীবি ..... অনেক দিন পর তিস্তা নদীতে পানি বৃদ্ধির ফলে এই অ লের স্বাদের বৈরাতি মাছ জালে বেশ ধরা পড়ছে। কয়েকদিন থেকে মাছ মেরে ভাল আয় করছি। কৃষক সৈয়দ আলী জানায় নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আমরা খুশি, কারন সেচ দিতে আর বেগ পেতে হবে। বিগত বছর গুলোতে চৈত্র মাসে কখনও এমন পানি দেখিনি। তিনি জানান হয়তো উজানে বৃষ্টি হওয়ায় সেই পানি নদীতে নেমে এসে পানি বৃদ্ধি পেয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত