দেখতে আসেনি বাণিজ্যমন্ত্রী

কাউনিয়ায় তিস্তার ভয়াবহ ভাঙ্গন বাঁশ দিয়ে ঠেকানোর চেষ্টা

  সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৬ আগস্ট ২০২২, ১৬:২০ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ২০:১৩

কর্তৃপক্ষের কাছে অনেক অবেদন, নিবেন, মানব বন্ধন করেও যখন কোন ফল মিলেনি তখন কাউনিয়ায় তিস্তা নদীর ভাঙ্গন থেকে বসতভিটা আর ফসলি জমি রক্ষায় এলাকাবাসী বাঁশ দিয়ে ঠেকানোর চেষ্টা করছে।  

সরেজমিনে তিস্তা পাড়ে গিয়ে দেখা গেছে নিজপাড়া, তালুকশাহবাজ, বিশ্বনাথ, হয়বতখাঁ গ্রামের মানুষ উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, বালাপাড়া ইউপি চেয়ারম্যান ও একটি এনজিওর সহায়তায় বাঁশ সংগ্রহ করে বাঁধ নির্মাণ করেছে। নিজপাড়া গ্রামের আঃ বাতেন জানায় প্রতি বছর তিস্তা নদী শতশত বাড়ি ও ফসলি জমি গিলে খাচ্ছে। তিস্তা সড়ক সেতু থেকে ২কিলোমিটার বাঁধ নির্মাণের জন্য মন্ত্রী, এমপিসহ কর্তৃপক্ষের কাছে বহু আবেদন নিবেদ করেও কোন কাজ হয়নি। শুধু আশ্বাসের বাণী শুনিয়েছে। অসহায় মানুষ গুলোর কথা কেউ ভাবে। 

শিক্ষক মোস্তাফিজার রহমান মোস্তা জানান, ভারতের গজলডোবায় পানি ছেরে দেয়ায় তিস্তা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে চলতি মৌসুমে আবারও ভাঙ্গন আতংক শুরু হয়েছে। নদী তীরবর্তী মানুষগুলো নিঘুম রাত কাটাচ্ছে। বহুবার বাণিজ্যমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে কাজ হয়নি। এখন শুনছি তিস্তা মহাপরিকল্পনার কথা, কবে হবে আমরা জানিনা। মানুষ আবাদি জমি ও বসত ভিটা হারাচ্ছে। উপজেলা চেয়ারম্যান মায়া ভাই তার ব্যাক্তিগত তহবিল থেকে টাকা দেয়ায় সেই টকায় বাঁশ কিনে বাঁধ দিয়ে ভাঙ্গন রোধের চেষ্টা চলছে। তিস্তা বাঁচাও নদী বাচাও সংগ্রাম পরিষদের কাউনিয়া সভাপতি সামছুল আলম জানান, কত বছর গন উন্নয়ন কেন্দ্র ও অ·ফাম এর সহযোগীতায় ৩৫০০ বাশঁ ও শ্রমিক সহ এলাকার লোক মিলে বাঁশ গেঢ়ে বাঁধ নির্মান করা হয় যাতে ভাঙ্গন কমে। বাঁশের বাঁধ দেয়ায় কিছুটা ভাঙ্গন কমেছে। এলাকবাসীর অভিযোগ বাণিজ্যমন্ত্রীর পক্ষ থেকে এখনো কোন ব্যাবস্থা করা হয় নি। মানুষের বাড়ি-ঘর, ফসলি জমি রক্ষায় নদী খনন ও দ্রুত বাঁধ নির্মাণের দাবী জানিয়েছে এলাকবাসী। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত