কাউনিয়ায় তিস্তার পানি বৃদ্ধি নিন্মাঞ্চল প্লাবিত, তলিয়ে গেছে আমন ক্ষেত

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২১, ১৬:৪৫ |  আপডেট  : ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৩৪

টানা বৃষ্টি ও উজানের পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে নদী তীরবর্তী নিন্মাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। শুক্রবার রাত থেকে পানি বৃদ্ধি পেতে থাকে শনিবার সকালে পানি প্রবল বেগে বৃদ্ধি পেয়ে তিস্তা রেল সেতু পয়েন্টে বিপদ সীমার ৫সেঃমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। এতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের গুপিডাঙ্গা, চর ঢুষমারা, চর গদাই, পাঞ্জরভাঙ্গা, প‚র্ব নিজপাড়া, তালুক সাহবাজ, মধুপুর ইউনিয়নের হরিচনশর্মা, চর গনাই, চর আজম খাঁ, হয়বত খাঁ, বিশ্বনাথ এলাকার নিন্মা ল প্লাবিত হয়ে পড়েছে। ফলে পানি বন্দী হয়ে পড়েছে প্রায় ৫শ পরিবার। এর মধ্যে ঢুষমারার চরে পানি বন্দী প্রায় ৩শত পরিবার। এ গ্রামের মানুষ উচু স্থানে আশ্রয় নিয়েছে। গবাদিপশু নিয়ে পড়েছে বিপাকে। তিস্তার পানি বৃদ্ধির সাথে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। গো-খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। 

আমন বীজতলা,আমন ধান ক্ষেত ও সবজি ক্ষেত তলিয়ে গেছে। চলতি বর্ষা মৌসুমে দ্বিতীয় বার নিন্মা ল প্লাবিত হলো। ঢুষমারা চরের বাসিন্দা নজরুল ইসলাম বলেন সবাই তাদের নিয়ে ভোটের রাজনীতি করেন কিন্তু তাদের দুঃখ দুর্দশার কথা কেউ ভাবেন না। কোব্বাত জানান, আমাদের চরে স্কুলের একমাত্র স্কুলের মাঠে পানি, আশ্রয় নেয়ার কোন জায়গা নেই। পানিতে ডুবলে সামান্য ত্রাণ নিয়ে আসেন নেতারা এর পর আর তাদের দেখা মেলেনা। নদী ভাঙ্গন রোধে নেই কোন কার্যকরী পদক্ষেপ। 

কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন জানান নদীর পানি বৃদ্ধির ফলে ১০ হেক্টর আমন ধান ক্ষেক পুরো তলিয়েগেছে এবং ১৫হেক্টর অর্ধেক তলিয়েছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার জানান, বন্যা পরিস্থিতি আমারা খোজ খবর রাখছি, আমাদের সকল প্রকার প্রস্তুতি নেয়া আছে। 

নির্বাহী অফিসার তাহমিনা তারিন নদীর পানি বৃদ্ধির কথা নিশ্চিত করে জানান, চেয়ারম্যান সাহেবদের বলেছি প্রকৃত ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করে জমা দিতে। বন্যা ও দৃর্যোগ মোকাবেলায় সকল প্রস্তুতি আছে বলে তিনি জানান। 

বালাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আনছার আলী বলেন প্লাবিত এলাকা পরিদর্শন করা হয়েছে। ¶তিগ্রস্থ মানুষের তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে প্রেরণ করা হবে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত