কাউনিয়ায় ঢুসমারা চরে অগ্নিকান্ডে গরু-ছাগলসহ ৩টি ঘর পুড়ে ছাই

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৬ এপ্রিল ২০২২, ১৯:০৫ |  আপডেট  : ৯ মে ২০২৪, ১৩:৫১

কাউনিয়া উপজেলার বালাপাড়া উইনিয়নের ঢুসমারা চরে গত বুধবার অগ্নিকান্ডে তিনটি ঘর, গরু-ছাগল, হাস-মুরগি, নগদ টাকাসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

জানাগেছে ঢুসমরা চরে আমজাদ হোসেনের পুত্র তোফাজ্জল হোসেন এর গোয়াল ঘর  থেকে আগুনের সূত্র পাত হয়ে নিমিশেই তিনটি ঘর, ৩টি বিদেশেী গরু, ২টি ছাগল, হাস-মুরগি, মরিচ বিক্রির নগদ ১০হাজার টাকা, আসবাবপত্র পুড়ে যায়। আগুন লাগার সময় তোফাজ্জল মাঠে জমিতে পাট বুনতে ছিল। সে হঠাৎ দুর থেকে দেখে তার বাড়িতে ধুয়া উড়ছে, পরে লোকজন কে সাথে নিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ধারনা করা হচ্ছে গরু ঘরের কয়েল থেকে আগুনের সূত্র পাত হতে পারে। এই চরে রাস্তাঘাট না থাকায় ফায়ার সার্ভিসের লোকজন বা গাড়ি আসতে পারে না। নির্বাহী অফিসার তাহমিনা তারিন জানান, ক্ষতিগ্রস্ত তোফাজ্জল কে আবেদন সহ দেখা করতে বলেছেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত