বাঁধা দিতে গিয়ে মহিলা সহ আহত-৩

কাউনিয়ায় টেপামধুপুরে জমি দখলের চেষ্টা চালিয়ে বাদাম লুট

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩ জুন ২০২৪, ১৮:৩৭ |  আপডেট  : ৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩৮

কাউনিয়ায় জমি নিয়ে বিরোধ জমি দখলের চেষ্টা এবং চাষাবাদকৃত জমির ৪০ মন বাদাম লুটের ঘটনা ঘটেছে। এতে বাঁধা দিতে গিয়ে মহিলাসহ ৩ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। 

পারিবারিক ও থানায় এজাহার সূত্রে জানাগেছে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চর গনাই গ্রামের মৃত আব্দুল বারীর পুত্র মোঃ আলিফ উদ্দিন মাওলানার (৫৫) এর ভোগদখলীয় ৫ একর ৫৫ শতক জমি নিয়ে একই এলাকার আজিমুদ্দিনের পুত্র মোখলেছুর রহমান (৫০) ও তার পুত্র রিপন মিয়া (৩০) রাশেদুল ইসলাম (২২) এর বিরোধ চলে আসছে। তারা ইতোপূর্বে জমি দখলে নানা ধরনের হুমকি ধামকি দিলে আলিফ উদ্দিন মাওলানা বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন যার নং এম আর-১৩৬/২৪, আদালত থেকে গত ১লা জুন-২০২৪ বিবাদীদের নোটিশ দিলে মোখলেছুর রহমান গং পরদিন ২জুন প্রায় ১৩-১৪ লোক সহ তারা আলিফ উদ্দিন মাওলানার ভোগদখলীয় ৫ একর ৫৫ শতক জমি দখলের চেষ্টা চালিয়ে ওই জমিতে চাষাবাদ কৃত প্রায় ৪০ মন বাদাম (যার মূল্যপ্রায় ২ লক্ষাধিক টাকা) উত্তোলন করে। এ সময় আলিফ উদ্দিন মাওলানা (৫৫) তার স্ত্রী মোছাঃ আমেনা বেগম (৪০) ও বিশ্বনাথ গ্রামের বাসিন্দা চাচা শ্বশুর আরমান আলী (৫৫) বাঁধা দিতে গেলে তাদের কে বিবাদীরা লাঠি সোটা দিয়ে এলোপাতাড়ি বেদম মারপিট করে এবং আমেনা বেগমের শ্লীলতাহানির ঘটনা ঘটায়। তাদের চিৎকারে লোকজন এগিয়ে এসে তাদের কে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ সুযোগে বিবাদীরা ৪০ মন বাদাম লুট করে নিয়ে যায়। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এঘটনায় থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। কাউনিয়া অফিসার ইনচার্জ মাহফুজার রহমান বলেন এবিষয়ে একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত