কাউনিয়ায় জাতির পিতার শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ১৯:২৬ |  আপডেট  : ২৩ নভেম্বর ২০২৪, ০৬:২৩

কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়। 

দিবস টি উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাংকন ,বঙ্গবন্ধুর ভাষণ, রচনা প্রতিযোগিতা,সাইকেল বিতরণ,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। উপজেলা প্রশাসন এক আলোচনা সভার আয়োজন করে। বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান, শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ, যুব উন্নয়ন কর্মকর্তা সামছুজ্জামান আজাদ, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি প্রমূখ। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ ছাড়াও কাউনিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবস টি নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন করে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত