কাউনিয়ায় ছাত্রী যৌন হয়রানির চেষ্টা মামলায় মাদ্রাসা শিক্ষক কারাগারে
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২, ০৯:৫৩ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ১৮:৩০
কাউনিয়া উপজেলায় বালিকা মাদ্রাসায় ক্লাস রুমে ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা মামলায় শিক্ষক তাজুল ইসলাম তুহিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। গত মঙ্গলবার রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-৩ এর বিচারক এম আলী আহমেদ এ আদেশ প্রদান করেন। তাজুল ইসলাম তুহিন কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়েনের বাহাগিলী গ্রামের আবুল হোসেনের ছেলে এবং ওই এলাকার সিঙ্গারকুড়াা আহমাদিয়া বালিকা দাখিল মাদরাসার ইংরেজি বিভাগের শিক্ষক।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট দুপুরে সিঙ্গারকুড়াা আহমাদিয়া বালিকা দাখিল মাদরাসায় ক্লাস রুমে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে একা পেয়ে যৌন হয়রানির চেষ্টা করেন শিক্ষক তুহিন। এ ঘটনায় গত ২৫ আগস্ট শিক্ষার্থীর বাবা কাউনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাজুল ইসলাম তুহিনকে আসামি করে মামলা দায়ের করেন। রংপুর নারী ও শিশু আদালতের সরকারি কৌঁসুলি পিপি তাজিবুর রহমান লাইজু বলেন, কাউনিয়ার সিঙ্গারকুড়াা আহমাদিয়া বালিকা দাখিল মাদরাসার ইংরেজি বিভাগের শিক্ষক তাজুল ইসলাম তুহিন নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারার একটি মামলায় মাহামান্য হাইকোর্ট থেকে জামিনে ছিল। ইতিমধ্যে তার জামিনের মেয়াদ শেষ হয়। গত মঙ্গলবার আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-৩ এর বিচারক।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত