বিত্তবানদের সাহায্যে 

কাউনিয়ায় কিডনি রোগে আক্রান্ত মজিদুল বাঁচতে চায় 

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২২, ১৯:০৩ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১৬:২৩

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভুতি কি পেতে পারে না। কিডনী রোগে আক্রান্ত মজিদুল ইসলাম বাঁচার আকুতি জানিয়েছেন। সে দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মসজিদুল কাউনিয়ার শহীদবাগ ইউপির ভুতছাড়া গ্রামের দিনমজুর আলতাফ হোসেনের পুত্র এবং তিন ভাইবোনের মধ্যে মজিদুল বড়। ডাক্তারের পরামর্শে নিয়মিত কিডনি ড্যায়ালাইসিস করতে হচ্ছে তাকে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ এবিএম মোবাশ্বের আলমের অধীনে চিকিৎসাধীন রয়েছে সে। 

ডাঃ মোবাশ্বের আলম জানান, তার একটি কিডনি ট্রান্সফার ও নিয়মিত ড্যায়্যালাইসিস করতে পারলে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তার চিকিৎসার জন্য ১২ থেকে ১৫ লক্ষ টাকার প্রয়োজন। দিনমজুর বাবার পক্ষ এতো টাকা যোগার করা সম্ভব নয়। তার বাবা সংসারের খরচ চালতে যেখানে হিমশিম খাচ্ছে সেখানে তার পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। তাই সরকার ও বিত্তবান মানুষ সহ সবার কাছে দিনমজুর বাবা আলতাফ হোসেন তার ছেলেকে বাঁচাতে সাহায্য চেয়েছেন। কিডনি রোগে আক্রান্ত মজিদুলের বাবা আলতাফ হোসেন বলেন আত্নীয় স্বজন সহ অনেকের কাছ থেকে ধার দেনা করে মজিদুলের কিডনি ড্যায়ালাইসিস করতে হচ্ছে। আর্থিক সংকটের কারণে ছেলের ঠিকমত চিকিৎসা করাতে পারছি না। তাই দেশ-বিদেশের বিত্তবানদের কাছে ছেলের চিকিৎসার জন্য সাহার্য্য প্রার্থনা করছি। 

আপনাদের একটু সহানুভূতি ও আর্থিক সাহায্যে বাঁচতে পারে আমার ছেলের জীবন। যারা তাকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসতে চান এবং মজিদুলের পরিবারের সাথে সরাসরি যোগাযোগ করে সাহায্য পাঠাতে চান তারা নিম্নে এ হিসাব নং ০২০০০১৫৯০৭০৬০ অগ্রনী ব্যাংক হরিপুর শাখা ঠাকুরগাঁ ও মোঃ মজিদুল ইসলাম,বিকাশ ও নগদ নাম্বার দেওয়া হলো মোবাঃ ০১৭৭৬৮২৭৯০৮ মোঃ মোকছেদুল ইসলাম রোগীর ভাই। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত