কাউনিয়ায় করোনাকালীন বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ১৯:৩৪ |  আপডেট  : ১৭ মে ২০২৪, ০৮:৩৯

স্থানীয় সরকার বিভাগ ও জাইকার অর্থায়নে মঙ্গলবার কাউনিয়া উপজেলা পরিষদের বাস্তবায়নে করোনাকালীন সময়ে বেকারদের প্ল্যাম্বিং ও পাইপ ফিটিংস বিষয়ক দক্ষতা বৃদ্ধি মূলক ১৪ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। 

উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধনী সভা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সামছুজ্জামান আজাদ, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর আখতার ফারুক মিয়া প্রমূখ। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কারিগরী সহায়তায় প্ল্যাম্বিং ও পাইপ ফিটিংস বিষয়ক দক্ষতা বৃদ্ধি মূলক ১৪ দিন ব্যাপি এ প্রশিক্ষণ চলবে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত