কাউনিয়ায় উপস্থিতি কম হলেও শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত
প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৪, ১৮:৫২ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ১৯:৫৬
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের কাউনিয়ায় শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচণের লক্ষে উপজেলা প্রশাসন সকল প্রকার প্রস্তুতি গ্রহন করে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। ভোটার উপস্থিতি কম হলেও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক জানান, ৩জন প্রার্থী এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে। কাউনিয়ায় একটি পৌরসভা সহ ৬টি ইউনিয়নে ২০১০৩৪ জন ভোটার ৭৩টি কেন্দ্রের ৪৪৩টি বুথে ভোট প্রদান করেছে। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন কালে কোথাও কোন প্রকার অনিয়মের তেমন কোন অভিযোগ পাওয়া যায় নি। ভোটাররা যাতে কেন্দ্রে এসে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারেন, সেজন্য পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ভোট ক্রেন্দ্র গুলো ম্যাজিস্ট্রেট গন তদারকি করেন। নির্বাচন উপলক্ষে কাউনিয়ায় সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য স্থাপনায় মোট ৭৩টি ভোট কেন্দ্রে ভোটারগণ তাদে ভাটাধিকার প্রয়োগ করেন। এবারই প্রথমবারের মতো ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়। সব মিলিয়ে কাউনিয়ায় শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত