কাউনিয়ায় আরডি ও এফএফ মৎস্যচাষী প্রশিক্ষণ
প্রকাশ: ২৭ মে ২০২১, ১৬:৩৯ | আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০৪:৫৬
কাউনিয়া উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ২০২০-২১ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়, ২য় সংশোধনী) আওতায় ২ দিনব্যাপি প্যাকেজ ভিত্তিক আরডি ও এফএফ মৎস্যচাষী প্রশিক্ষণ (১ম ধাপ) শুরু করা হয়েছে। চলতি মাসের ৬ তারিখে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে উদ্বোধনের মধ্যদিয়ে হারাগাছ পৌরসভাসহ উপজেলার ৬টি ইউনিয়নের ৭৪ জন প্রান্তিক মৎস্যচাষীকে ৪টি ব্যাচে এ প্রশিক্ষণ চলমান রয়েছে।
উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় উপ-পরিচালক মোঃ বদরুজ্জামান মানিক, সহকারি পরিচালক মোঃ মঞ্জুরুল ইসলাম, রংপুর জেলা মৎস্য কর্মকর্তা বরুন চন্দ্র বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ ফারজানা আক্তার, সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব উল আলম প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত