কাউনিয়ায় আনসার ও ভিডিপি এর ব্রিফিং প্যারেড

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ১ জানুয়ারি ২০২৪, ১৭:২৪ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ০৯:২৯

কাউনিয়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে পিসি, এপিসি ও আনসার সদস্য সদস্যাদের ব্রিফিং প্যারেড সোমবার বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

নির্বাচনে আইন শৃংখলা রক্ষায় ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর জেলা কমান্ড্যান্ট এএইচএম মেহেদী হাসান। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ ফেরদৌসী আকতার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক, থানা অফিসার ইনচার্জ মোঃ মাহাফুজার রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারাজান আক্তর, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম। বক্তব্য রাখেন আনসার ও ভিডিপি উপজেলা প্রশিক্ষক তাহেরা সিদ্দিকা, মোঃ তাজমুল হক সরকার প্রমূখ। বিফ্রিং কালে বক্তারা বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহনযোগ্য করতে সকল আনসার ভিডিপি সদস্যদের সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে। ব্রিফিং প্যারেডে নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত সকল পিসি, এপিসি ও আনসার সদস্য সদস্যারা উপস্থিত ছিলেন।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত