যুগান্তর প্রেস কাউন্সিল পদক ২০২২ পাওয়ায়
কাউনিয়ায় আনন্দ শোভা যাত্রা ও আলোচনা সভা
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ১৮:১৭ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ০৪:১৪
জাতীয় দৈনিক যুগান্তর বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক ২০২২ পাওয়ায় রবিবার বিকালে আনন্দ শোভা যাত্রা ও আলোচনা সভা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।
স্বজন সমাবেশ ও কাউনিয়া প্রেস ক্লাবের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন যুগান্তর কাউনিয়া উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া। সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আঙ্গুরা বেগম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ সারওয়ার আলম মুকুল, কাউনিয়া প্রেসক্লাবের সম্পাদক মিজানুর রহমান মিটুল, প্রোগ্রেস স্কুলের অধ্যক্ষ আবু হাসান, বালাপাড়া বনিক সমবায় সমিতির পরিচালক নজরুল ইসলাম, ইউপি সদস্য আনোয়ার হোসন, সংবাদিক মোঃ জহির রায়হান, আশরাফুল হাবীব তুষার, জসিম সরকার, সাইফুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, সাইদুল ইসলাম প্রমূখ। সভা শুরুর পূর্বে আনন্দ শোভা যাত্রা বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। সব শেষে পত্রিকার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিল্পপতি প্রয়াত নূরুল ইসলাম বাবুল এর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত