কাউনিয়ার শহীদবাগে আগুনে ৯টি বসতঘর পুড়ে ছাই

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩, ১৬:০৫ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০০:২৫

কাউনিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ৯টি বসতঘর। ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোর্দ্দ ভুতছাড়া গ্রামে। অগ্নিকান্ডে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়
ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থরা।

স্থানীয়রা জানায়, গত শনিবার রাত আনুমানিক ২টার দিকে শহীদবাগ ইউনিযনের খোর্দ্দ ভুতছাড়া গ্রামের পশু চিকিৎসক মোকসেদ আলীর বসত বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন বসতবাড়ির নয়টি ঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে বসতঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র, বই খাতা, হাঁস-মুরগ, কবুতর, ধান চাল সহ নয়টি বসতঘরের সব কিছু পুড়ে যায়।

ক্ষতিগ্রস্থ মোকসেদ আলী জানান তিনি রাতে বিকট শব্দ শুনে ঘর থেকে বের হয়ে দেখতে পান রান্না ঘরে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যে পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। কোনো মতে স্ত্রী, সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হতে পারলেও আগুনে পুড়ে সবকিছু শেষ হয়ে গেছে। 

কাউনিয়া ফায়ার সার্ভিস স্টেনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পরিবারটি খোলা আকাশের নিচে অবস্থান করছে। 

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত