কাউনিয়ার থানা রোড সংস্কারের দাবীতে বিক্ষোভ আরকে রোড অবরোধ

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২২, ২০:৪৬ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১৬:২০

কাউনিয়া উপজেলার প্রাণ কেন্দ্র থানা রোড বালিকা বিদ্যালয়ের সামনের রাস্তায় দীঘদিন থেকে জলাবদ্ধতা ও রাস্তা সংস্কারের দাবীতে স্থানীয় সকল ব্যবসায়ী ও সাধারন জনগণ বুধবার বিক্ষোভ প্রদর্শন করে রংপুর কুড়িগ্রাম মাহাসড়ক অবরোধ করে। 

সরেজমিনে গিয়ে দেখে গেছে থানা রোডের অধিকাংশ দোকানে রাস্তার পানি প্রবেশ করে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সকাল থেকে ব্যবসায়ীরা একত্রিত হয়ে দোকান পাট বন্ধ রেখে স্থানীয় জনগনকে সাথে নিয়ে বিক্ষোভ মিছিল করে প্রায় ১ঘন্টা রংপুর কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। পরে থানা পুলিশ এসে রাস্তায় অবরোধ তুলে নিতে বললে ব্যবসায়ীরা উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার না আসা পর্যন্ত অবরোধ তুলবেন না বলে ঘোঘনা দেয়। এরপর উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি এসে ব্যবসায়ী নেতা শাহ মোবাশ্বারুল ইসলাম রাজু, আব্দুল মজিদ, জসিম, লাভলু, আঃ রাজ্জাক, মানিক সরকার, ঠিকাদার বাবু আনছারী, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক দিলদার আলী, সাবেক ছাত্রলীগ সম্পাদক ফিরোজ সরকার সহ আলোচনা করে রাস্তার জলাবদ্ধা দুর ও সংস্কারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত