কাউনিয়ার তিস্তা রেলওয়ে সেতু এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ১০:৪৮ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৮
ভারতীয় আগ্রাসন বন্ধ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা, একতরফা ভাবে ফারাক্কার পানি ছেড়ে দেয়া ও তিস্তা বাঁচাও দেশ বাঁচাও সহ ভারতীয় চক্রান্তে দেশে বন্যার প্রতিবাদে শুক্রবার বিকালে রংপুরের কাউনিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কাউনিয়া বালিকা বিদ্যালয় মোড় কড়াইতলা থেকে বিক্ষোভ মিছিল বের করে তিস্তা রেলওয়ে সেতু এলাকায় বিক্ষোভ মিছিল শেষ হয়। সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন সাবাব আবতাহি আবেশ, সোহেল রানা সোহান, তরিকুল ইসলাম, রাগিব শাহরিয়ার শুভ, সাকিন আহমেদ আপন, সাজু আহমেদ, নাজমুস শাহাদাত শাওন, মাহির লাবিব, আল আমিন, মোঃ রায়হান প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত