তিস্তা নদীর পানি বৃদ্ধি

কাউনিয়ার চরাঞ্চলে ৫ শতাধিক বাড়ীঘর তলিয়ে গেছে   

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩ আগস্ট ২০২২, ১৯:১৩ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ১৯:৩৭

বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে কাউনিয়ার নিন্মাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। বর্তমানে তিস্তা রেল সেতু পয়েন্টে পানি বিপদ সীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। হঠাৎ পানি বৃদ্ধি পেয়ে ঢুসমারা, তালুক শাহবাজ, পূর্ব নিজপাড়ার অংশ, গোপীডাঙ্গা, আরাজি হরিশ্বর, চর গদাই, প্রাননাথচর, বিশ্বনাথ, আজমখাঁ গ্রামের ৫ শতাধিক পরিবারের বাড়ীঘর পানিতে তলিয়ে গেছে। এছাড়াও আমন ধানের ক্ষেত ও বীজ তলা পানিতে ডুবে গেছে। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে উজানের ঢলে মঙ্গলবার সন্ধ্যা থেকে তিস্তার পানি বৃদ্ধি পেতে থাকে। এতে করে কাউনিয়ার বেশ কয়েকটি চর এলাকায় পানি প্রবেশ করে, প্রায় ৫ শতাধিক বাড়ীতে পানি প্রবেশ করে। অনেকের আমন ধানের ক্ষেত ও বীজ তলা তলিয়ে যায়। বিস্তীর্ণ চরের দুই হাজার একর জমির ফসল পানিতে ডুবে গেছে। ফলে দুঃচিন্তায় পড়েছেন চরা লের কৃষকরা। ডালিয়া পয়েন্ট পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাগেছে উজান থেকে পানি আসায় ডালিয়া ব্যারেজে ৪৪ টি জলকপাট খুলে দেয়া হয়েছে। ফলে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। বালাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আনছার আলী বলেন তার এলাকায় নদী তীরবর্তী ৫টি গ্রাম পানিতে তলিয়ে গেছে এবং নদী ভাঙ্গন বৃদ্ধি পেয়েছে। টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম ও একই কথা জানিয়েছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার বলেন চরা লে বাড়ীঘর পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার কে ১০ কেজি করে ৩ টন চাল দ্রুত দেওয়া হবে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত