কলেজ মাঠে পানি, তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৭ জুলাই ২০২৪, ১৯:৩৯ |  আপডেট  : ১৩ জুলাই ২০২৪, ২৩:৪৮

টানা বৃষ্টি এবং এবং উজানের ঢলে তিস্তা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধিতে তিস্তা নদী বেষ্টিত নি¤œাঞ্চল বন্যা কবলিত হয়ে পড়েছে, সেই সাথে তিসতা ডিগ্রী কলেজ মাঠে বন্যার পানি প্রবেশ করেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে কাউনিয়া তিস্তা ব্রীজ পয়েন্টে নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঢুসমারা চর সহ তিস্তা নদী বেষ্টিত নি¤œাঞ্চল বন্যা কবলিত হয়ে পড়েছে। নদী পানি বৃদ্ধি পাওয়ায়  তিসতা ডিগ্রী কলেজ মাঠে বন্যার পানি প্রবেশ করেছে এবং কলেজের পুকুরের মাছ ভেসে গেছে। নদীর পানি বৃদ্ধিতে ধানের বীজতলাসহ উর্তি ফসলের ক্ষতি হয়েছে, বিশেষ করে অতিবৃষ্টিতে সবজি ক্ষেত বেশী ক্ষতি গ্রস্ত হয়েছে।  তিসতা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলহাজ¦ আব্দুস সালাম আহাদ জানান, নদীর পানি বৃদ্ধির ফলে কলেজ মাঠ ও শহীদ মিনারের পাদদেশ তলিয়ে গেছে এবং পুকুরের মাছ ভেসে গেছে। বন্যার পানি প্রবেশ করায় অনেক ছাত্র-ছাত্রী কলেজ আসতে পাচ্ছে না। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত