করোনায় মারা গেলেন মমতার মেজো ভাই অসীম 

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২১, ২০:২৬ |  আপডেট  : ১ এপ্রিল ২০২৫, ০৬:৫৯

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। মাস খানেক ধরে তার চিকিৎসা চলছিল।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস ইন্ডিয়ার বরাতে জানা যায়, ১ মাস ধরে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অসীম বন্দ্যোপাধ্যায়। শনিবার (১৫ মে) সকাল সকাল ৯টা ২০ মিনিতে ওই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ খবর নিশ্চিত করেছেন ডা. অলোক রায়।

মুখ্যমন্ত্রীর মেজো ভাই ঘনিষ্ঠদের কাছে কালী বন্দ্যোপাধ্যায় বলেই পরিচিত। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা বিধিনিষেধ মেনেই যথাযথ নিয়মে আজ দুপুরেই নিমতলা মহাশ্মশানে তার শেষকৃত্য হবে।

কালীঘাটে একই বাড়িতে থাকতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অসীম বন্দ্যোপাধ্যায়। হাসপাতালের বরাতে জানা যায়, গত একমাসে অসীম বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যের অবস্থার কখনও উন্নতি হয়েছে, আবার কখনও অবনতি হয়েছিল।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত