করোনায় ব্যারিস্টার জিয়াউর রহমানের মৃত্যু
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ০৮:২৮ | আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৮:১৭
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৪ এপ্রিল) রাত ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, কিছুদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ব্যারিস্টার জিয়াউর রহমান। (শনিবার) রাতে তিনি মারা যান।
ব্যারিস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ব্যারিস্টার জিয়াউর রহমান পূর্ব পাকিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমানের ছেলে। জিয়াউর রহমান ঢাকা-২০ আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত