কনস্টেবলের চাকরি করে ৬ বিঘা জমিতে ঝাঁ চকচকে বাড়ি!
প্রকাশ: ১০ জুন ২০২২, ১৬:৪৮ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ২১:০৫
সংবাদ মাধ্যমের দৌলতে সায়গল হোসেনের নাম এখন বাংলার সবাই চেনেন। মাসখানেক আগেও তাঁকে ক’জন জানত সেই নিয়ে তাঁকে সন্দেহ রয়েছে। তবে, মুর্শিদাবাদে ডোমকলের মাথালিপাড়ায় গিয়ে বাবিনের বাড়ি যাব বললেই লোক চোখ বন্ধ করে আপনাকে পৌঁছে দেবে। আর হবে নাই বা কেন? বাবিনের বাড়ি তো আর যে সে বাড়ি নয়! প্রায় ৬ বিঘা জমির উপর সবুজ রঙের প্রাসাদের মতো অট্টালিকাটা যে কারুর চোখ টানবে। কিন্ত কনস্টেবলের চাকরি কীভাবে এই বাড়ি বানানো সম্ভব তা নিয়ে সকলের মনেই কৌতুহল ছিল বৈকি। তবে সায়গল খুব একটা পাড়ার কারুর সঙ্গে কথা বলত না, তাই তাঁকে জিজ্ঞাসা করার সাহসও দেখায়নি কেউই।
বৃহস্পতিবার সায়গলকে নিজাম প্যালেসে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে সিবিআই। আধিকারিকদের মূল প্রশ্নই ছিল কনস্টেবলের চাকরি করে কিভাবে এই বিরাট সম্পত্তি বানানো সম্ভব? যদিও এর কোনও উপযুক্ত উত্তর পায়নি সিবিআই।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত