ওরা তিন দিন আটকাবে, চতুর্থ দিন যাবোই: মমতা 

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২১, ১৯:৩৬ |  আপডেট  : ১২ নভেম্বর ২০২৪, ০১:২৩

শীতলকুচিতে রাজনৈতিক দলের প্রবেশে নিষেধাজ্ঞা জারি নিয়ে টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে মমতা লিখেছেন, ইসি'র উচিৎ এমএমসিসি'র নাম 'মডেল কোড অফ কন্ডাক্ট' নাম পরিবর্তন করে মোদি কোড অফ কন্ডাক্ট' রাখা উচিৎ।

তিনি আরও বলেন, বিজেপি সমস্ত চেষ্টা প্রয়োগ করেও মানুষের সঙ্গে আমার দেখা করে তাদের দুঃখ বেদনা ভাগ করে নেওয়া আটকাতে পারবে না। ওরা কোচবিহারের ওর ৩ দিন ভাইবোনদের সঙ্গে দেখা করায় বাধা দিতে পারে। তবে চতুর্থ দিন আমি সেখানে যাবই।

চতুর্থবারের মতো শীতলকুচির ঘটনায় কঠোর পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। কার্যত নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, কোচবিহারের নয় বিধানসভা কেন্দ্রে আগামী ৭২ ঘণ্টা ঢুকতে পারবেন না কোনও রাজনৈতিক নেতা। আর তাতেই আটকে যায় মমতার সফর। পরিকল্পনা থাকলেও আজ রবিবার শীতলকুচি যেতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

এখনও থমথমে শীতলকুচি, কাটেনি গতকালের ঘটনার রেশ। পরিস্থিতি যাচাই করতে আজ কোচবিহারে যাচ্ছেন রাজ্য পুলিসের ডিজি। কমিশনের নির্দেশে ঘটনাস্থলে যাবেন মুখ্যসচিব, এসপি, ডিএম।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত