ঐশ্বরিয়ার সঙ্গে ডিভোর্সের গুঞ্জন নিয়ে অভিষেকের প্রতিক্রিয়া- ‘এখনও বিবাহিত’
প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ১৭:৫৩ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৪
বলিউডের তারকা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের ডিভোর্সের গুঞ্জন নিয়ে কয়েক মাস ধরেই সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা চলছে। সম্প্রতি অভিষেকের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে তাকে বলতে শোনা গেছে, জুলাইতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই ভিডিও নিয়ে নানা জল্পনার মধ্যে এবার নীরবতা ভাঙলেন অভিষেক নিজেই।
বলিউড ইউকে মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বিয়ের আংটি দেখিয়ে অমিতাভ-পুত্র বলেন, ‘এখনও বিবাহিত’।
এরপর বিচ্ছেদের গুঞ্জন নিয়ে তিনি বলেন, ‘এই বিষয়ে আমার আপনাদের কিছু বলার নেই। আপনারা সবাই বিষয়টি নিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলেছেন। যা খুব দুঃখের।
আমি যদিও বুঝতে পারছি, কেন আপনারা এমনটা করেছেন। আপনাদের কিছু গল্প তো লিখতেই হবে। ঠিকই আছে, আমরা তারকা, আমাদের সহ্য করতেই হবে।’বিচ্ছেদের গল্প বলা ভিডিওটি ছিল তৈরি করা, যার জন্য এআই-এর সাহায্য নেওয়া হয়েছিল।
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিয়ের বয়স ১৭ বছর। ২০০৭ সালের এপ্রিল মাসে তারা বিয়ের পিঁড়িতে বসেছিলেন। এরপর ২০১১ সালে তাদের কোল আলো করে আসে আরাধ্য।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত