ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৪ অনুষ্ঠিত  

  মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ 

প্রকাশ: ৭ জুন ২০২৪, ২১:০৪ |  আপডেট  : ১৮ অক্টোবর ২০২৪, ১১:২২

আজ ৭ই জুন শুক্রবার সকাল সাড়ে ১১ টার সময় ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের কার্যকরী পরিষদের সভাপতি ও মুন্সীগঞ্জ-গজারিয়া-৩ আসনের সাংসদ হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র চৌধুরী ফাহরিয়া আফরিন।
 
প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নিয়েছে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন, সহকারি প্রধান শিক্ষক আক্তার জাহান, শিক্ষক প্রতিনিধি মোঃ আব্দুল হান্নান ও মোঃ জাহাঙ্গীর হোসেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুস সাত্তার, আফছানা বেগম, মোঃ মুফিজুর রহমান, নৃপেন্দ্র কুমার মন্ডল, গাজী আসিফ আফসার রিয়েল, র্কমচারী ও বিদ্যালয়ের শিক্ষার্থীসহ আরো অনেকে। আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ খায়রুল ইসলাম, ২নং ওয়ার্ড কাউন্সিলর মুঃ সোহেল রানা রানু, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মতিউর রহমান স্বপন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সাত্তার, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শফিকুল হাসান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আওলাদ হোসেন ও ৪,৫,৬ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারভিন আক্তার এবং ৭,৮,৯ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমা আক্তারসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন, মুন্সীগঞ্জ পৌরসভার বিভিন্ন কর্মচারীবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সদস্য ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ। উক্ত অনুষ্ঠনে সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ক্লাব, মুন্সিগঞ্জ এর উপদেষ্টা মোহাম্মাদ মিজানুর রহমান। বিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের ফুলের ও ফলের গাছ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত