এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

  মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি:

প্রকাশ: ২৭ মে ২০২১, ১৬:০৬ |  আপডেট  : ৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৯

ফরিদপুরের ভাঙ্গায় এসিল্যান্ডের হস্তক্ষেপে নবম শ্রেণির এক ছাত্রী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। গতকাল বুধবার উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের স্থানীয় কাজি অফিসে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সজিব আহমেদ ।
     
এসিল্যান্ড বলেন, বাড়ি থেকে পালিয়ে এসে তারা স্থানীয় কাজি অফিসে যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে। কিন্তু লোকজন তাদের আটকে রেখে আমাকে খবর দিলে আমি নাসিরাবাদ ইউপি চেয়ারম্যান মো:লাভলু ফকির কে সাথে নিয়ে বাল্যাবিবাহ বন্ধ করি।পরে চেয়ারম্যান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সামনে রেখে দুই পরিবারের লোকজন ১৮ বছর আগে মেয়েকে বিয়ে দেবে না মর্মে লিখিত মুচলেকা দিয়ে ছাড়া পান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত