এবার ময়মনসিংহে কৃষকের ঈদ আনন্দ
প্রকাশ: ২৯ মে ২০২৩, ১৫:৪৮ | আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ১১:৫৯
প্রান্তিক অঞ্চলের গ্রামীণ মানুষের কাছে বেশ আগেই জনপ্রিয়তা পেয়েছে ‘কৃষকের ঈদ আনন্দ’। এমনকি শহুরে দর্শকের কাছেও অনুষ্ঠানটির আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। ফলে প্রতি ঈদেই এই অনুষ্ঠানের নতুন পর্ব নিয়ে হাজির হন সাংবাদিক ও সঞ্চালক শাইখ সিরাজ।
ব্যতিক্রম হচ্ছে না এবারও। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় ‘কৃষকের ঈদ আনন্দ’র নতুন পর্ব ধারণ করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ১০ হাজার মানুষের উপস্থিতিতে এবারের অনুষ্ঠানে কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন নানারকম মজার খেলায়।
নতুন পর্বটি নিয়ে শাইখ সিরাজ বলেন, ‘আদি কৃষি ঐতিহ্যের একটি জেলা ময়মনসিংহ। পুরাতন ব্রহ্মপুত্র ও তার শাখা-উপশাখাকে কেন্দ্র করে এ অঞ্চলে গড়ে উঠেছিল কৃষি বাণিজ্যের এক অনন্য ক্ষেত্র। কৃষি সমৃদ্ধির হাত ধরেই এখানে বিকশিত হয়েছিল লোক সংস্কৃতির। যার স্বরূপ আমরা দেখি মৈমনসিং গীতিকায়। কৃষি-ঐতিহ্যের সে ধারা এখনও ধরে রেখেছেন এখানকার কৃষক। কৃষিভিত্তিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এখানে। মাছ চাষে দীর্ঘ দিন ধরেই শীর্ষ স্থান ধরে রেখেছেন এই অঞ্চলের খামারিরা। তাদের গল্পকথাই তুলে আনার চেষ্টা করেছি এই পর্বে।’
জানা গেছে, ঈদুল আজহার পর দিন বিকাল সাড়ে চারটায় চ্যানেল আইতে প্রচার হবে অনুষ্ঠানটি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত