এবার বুয়েটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত
প্রকাশ: ১০ মে ২০২১, ১১:০৬ | আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৪:৩৬
করোনা পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে। রোববার (৯ মে) বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির বৈঠকে প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের ডিন অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ঈদের পরে শিক্ষার্থীদের তারিখ জানিয়ে দেওয়া হবে।
এর আগে প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষা দুই ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয় বুয়েট থেবে। চার শিফটের প্রাক-নির্বাচনী পরীক্ষা নেওয়ার কথা ছিল ৩১ মে ও ১ জুন। সেখানে ১০০ নম্বরের এমসিকিউ থাকবে। আসন সংখ্যা ১২১৫।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত