এবার টিভি সিরিজে অভিনেতা হিসেবে মেসির অভিষেক

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৯ জুন ২০২২, ১১:১৯ |  আপডেট  : ২২ নভেম্বর ২০২৪, ১২:২১

পণ্যদূত হিসেবে আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসির অভিজ্ঞতা কম নয়। অ্যাডিডাস, পেপসি থেকে শুরু করে অনেক প্রতিষ্ঠানের দূতিয়ালি করতে হয়েছে তাকে। সেকারণে বহুবার বিজ্ঞাপনের শুটিংয়েও অংশ নিয়েছেন তিনি। তবে সময়ের অন্যতম সেরা এই ফুটবলার এবার নিলেন একেবারে নতুন স্বাদ। স্বদেশি একটি টেলিভিশন সিরিজে ক্যামিও চরিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক হলো তার।

ক্রীড়া বিষয়ক স্প্যানিশ গণমাধ্যম মার্কা বুধবার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, 'লস প্রোতেক্তোরেস' নামের একটি ড্রামা সিরিজে অভিনয় করেছেন মেসি। সিরিজটির জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায়। নিঃসন্দেহে মেসির উপস্থিতি, তা অল্প সময়ের জন্যই হোক না কেন, আরও আগ্রহের সঞ্চার করবে ভক্তদের মাঝে। সিরিজটির দ্বিতীয় সিজনে দেখা মিলবে রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলারের।

ফুটবল মাঠের জাদুকর মেসি মাঠের বাইরের যে দৃশ্যে অভিনয় করেছেন, সেটার শুটিং সম্পন্ন হয়েছে কয়েক দিন আগে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ছড়িয়ে পড়তে শুরু করেছে 'লস প্রোতেক্তোরেস' সিরিজের সেটে মেসির উপস্থিতির ছবি। সিরিজটির প্রযোজক নিজেই সেগুলো শেয়ার করেছেন।

আর্জেন্টিনার বুয়েন্স এইরেসসহ বিশ্বের বিভিন্ন জায়গায় 'লস প্রোতেক্তোরেস' সিরিজের দ্বিতীয় সিজনের শুটিং হয়েছে। মেসির ক্যামিও চরিত্রের দৃশ্যটি রেকর্ড করা হয়েছে ফ্রান্সের প্যারিসে। স্পেনের ক্লাব বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর সেখানেই থাকছেন তিনি। তবে মেসির অভিনয় দেখতে আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে ভক্ত-সমর্থকদের। 'লস প্রোতেক্তোরেস' সিরিজের দ্বিতীয় সিজন রিলিজ পাবে ২০২৩ সালে।

উল্লেখ্য, সম্প্রতি মাঠের ভেতরেও অসাধারণ সময় কাটছে ৩৪ বছর বয়সী মেসির। গত সপ্তাহে ইউরোর শিরোপাধারী ইতালিকে ৩-০ গোলে উড়িয়ে লা ফিনালিসিমায় সেরা হয় তার দল আর্জেন্টিনা। এরপর কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৫-০ গোলে বিধ্বস্ত করে এস্তোনিয়াকে। সেদিন আলবিসেলেস্তেদের সবগুলো গোলই আসে মেসির পা থেকে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত