এবার টাইগার থ্রির প্রচার করলেন বলিউড কিং শাহরুখ খান
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৩ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ২১:৪২
এর মধ্যেই প্রকাশ্যে এসেছে সালমান খান অভিনীত ‘টাইগার থ্রি’ সিনেমার টিজার। সিনেমার প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই ‘জাওয়ান’ কানেকশন খুঁজে পেয়েছে নেটিজেনরা। এবার সালমান খানের হয়ে কথা বললেন শাহরুখ খান। দুই খানের বন্ধুত্বের কথা বলিউড ইন্ডাস্ট্রি থেকে অনুরাগীমহলের সবারই জানা। এবার টাইগার থ্রির প্রচার করলেন বলিউড কিং শাহরুখ।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এক্সে (সাবেক টুইটার) প্রশ্নত্তোর পর্ব করেন শাহরুখ। সেখানেই ভক্তরা টাইগার থ্রির প্রথম ঝলক ট্রিজার নিয়ে কিং খানের প্রতিক্রিয়া জানতে চান। নজর এড়ায়নি তার। জওয়ান-এর হাজার কোটির ক্লাবে প্রবেশের উদযাপনের মাঝেই সালমানের আগামী সিনেমার প্রচার করলেন শাহরুখ।
টাইগার থ্রির টিজারের ব্যাপারে তিনি বলেন, এটা তো টিজার শুধুমাত্র। টাইগার… পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত… এটা দুর্ধর্ষ সিনেমা হতে চলেছে। আরেক স্ট্যাটাসে শাহরুখ বলেন, ভাই ভাই-ই হয়... টাইগার থ্রির ঝলক দারুণ লেগেছে।
টাইগার থ্রির টিজারের জন্য বছরখানেক ধরেই অধীর আগ্রহে ছিলেন ভক্তরা। অবশেষে প্রতীক্ষার অবসান হলো। এদিকে, টিজার রিলিজ করেই যেন দিওয়ালির বক্স অফিসে দামামা বাজানোর ঘোষণা দিলেন সালমান। একঝলক ট্রিজার দেখেই ‘ভাইজান’ ভক্তরা ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন যে, শাহরুখের ব্লকবাস্টার দুই সিনেমা পাঠান ও জাওয়ানের হাজার কোটির রেকর্ডও ভেঙে ফেলবেন সালমান। সূত্র: সংবাদ প্রতিদিন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত