এবার গান্ধীজীর পাশাপাশি রবীন্দ্রনাথ ও কালাম আসছেন ভারতীয় নোটে
প্রকাশ: ৫ জুন ২০২২, ১৯:৪১ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৩০
রূপবদল হতে পারে ব্যাঙ্কনোটের। শুধু মহাত্মা গাঁধী নন, এ বার টাকায় দেখা যেতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর ও এপিজে আব্দুল কালামের ছবিও। এমনটাই খবর রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবং রিজার্ভ ব্যাঙ্ক ইতিমধ্যেই ব্যাঙ্কনোটে রবীন্দ্রনাথ ঠাকুর ও প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের ছবি ব্যবহার করা নিয়ে আলোচনা শুরু করেছে বলে খবর। তবে সব নোট থেকেই সরিয়ে ফেলা হচ্ছে না গাঁধীজির ছবি। কিছুটা আমেরিকার ধাঁচে এক একটি নোটে এক এক মনীষীর ছবি ব্যবহার করার কথা ভাবা হচ্ছে বলে খবর।
বিষয়টি নিয়ে ‘সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং করপোরেশন অব ইন্ডিয়া’র সঙ্গে ইতিমধ্যেই আরবিআই-এর একপ্রস্থ কথাবার্তা হয়ে গিয়েছে বলে খবর। রবীন্দ্রনাথ ও কালামের ছবি দেওয়া দুই ধরনের নোটের কপি দিল্লি আইআইটির এমেরেটাস অধ্যাপক দিলীপ টি সাহানির কাছে পাঠানো হয়েছে বলেও সূত্র মারফত জানা গিয়েছে। শেষ পর্যন্ত কোন নোটটি বেছে নেওয়া হবে, তার দায়িত্ব দেওয়া হতে পারে তাঁর উপরেই।
সৌজন্য-আনন্দ বাজার
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত