এবার কংগ্রেস ছাড়লেন তেলেঙ্গানার নেতা এমএ খান
প্রকাশ: ২৮ আগস্ট ২০২২, ১২:৪৩ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩
বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদের পর এবার ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন তেলেঙ্গনার নেতা এমএ খান। তিনিও সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে ক্ষোভ উগরে গতকাল শনিবার দলীয় নেতৃত্বের কাছে পদত্যাগপত্র পাঠান। গত শুক্রবার কংগ্রেস ছাড়েন গুলাম নবি আজাদ। কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে লেখা পাঁচ পৃষ্ঠার পদত্যাগপত্রে তিনি রাহুলের কঠোর সমালোচনা করেছেন।
ভারতের রাজ্যসভার প্রাক্তন সংসদ সদস্য তেলেঙ্গনার নেতা এমএ খান বলেছেন, ‘‘কংগ্রেস থেকে ইস্তফা দিলাম....। সভাপতি হিসেবে রাহুল গান্ধী দায়িত্ব নেওয়ার পরই দল ডুবতে শুরু করেছিল। ওঁর চিন্তাভাবনা আলাদা। কারও সঙ্গে তা মেলে না। ব্লক স্তর থেকে বুথ পর্যায় পর্যন্ত কোনও নেতার সঙ্গেই সেই ভাবনার মিল খুঁজে পাবেন না।’’
রাহুলের সমালোচনা করে তেলঙ্গানার ওই কংগ্রেস নেতা বলেছেন, ‘‘কয়েক দশক ধরে যে সমস্ত বর্ষীয়ান নেতা দলের ভিত মজবুত করেছিলেন, তারাই এখন পদত্যাগ করছেন। উনি (রাহুল) জানেনই না, সিনিয়র নেতাদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়।’’
যেভাবে একের পর এক নেতা দল ছাড়ছেন, তাতে আগামী নির্বাচনগুলিতে বৈতরণী পার করা কংগ্রেসের পক্ষে কঠিন হবে বলেই ধারণা খানের।
কংগ্রেস নেতাদের দলত্যাগের বিষয়ে তিনি বলেছেন, ‘‘শীর্ষনেতারা বাধ্য হয়েই দল ছাড়ছেন। কারণ, পণ্ডিত নেহরু, ইন্দিরা গান্ধী, সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধীর নেতৃত্বে দলের যে অঙ্গীকার ও দায়বদ্ধতা ছিল, তা পুনরুদ্ধার করতে কোনও পদক্ষেপই নিচ্ছে না শীর্ষ নেতৃত্ব।’’
সূত্র : আনন্দবাজার
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত