এবার এইচএসসির ফরম পূরণের তারিখ জানালো শিক্ষাবোর্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২১, ০৯:৫৬ |  আপডেট  : ২১ নভেম্বর ২০২৪, ০৮:০৮

করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার জন্য ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৭ জুন থেকে শুরু হয়ে তা শেষ হবে ৭ জুলাই।

এবারের এইচএসসি পরীক্ষা উপলক্ষে কোনো নির্বাচনী পরীক্ষা হবে না, তাই এ সংক্রান্ত কোনো ফি’ও নেওয়া যাবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যেখানে বলা হয়েছে, বিজ্ঞান শাখার জন্য ২৫০০ টাকা, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ১৯৪০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত ফি এর অতিরিক্ত ফি আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কলেজের ফরম পূরণ প্যানেল বন্ধকরাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে করোনার কারণে গত বছর এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলের গড়ের ওপর এইচএসসির ফল দেওয়া হয়। এ বছর ৮৪ দিনের পাঠ পরিকল্পনার ভিত্তিতে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত