এবারের সংসদেও বিরোধী দলেই থাকতে চান জি এম কাদের

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ১৪:৪৩ |  আপডেট  : ১ মে ২০২৪, ১৬:৪৪

এবারের সংসদেও বিরোধী দলেই থাকতে চান জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও রংপুর সদর-৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য জি এম কাদের। আজ বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে শপথ নেওয়ার পর এ কথা জানান তিনি।

সংসদে বিরোধী দল প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বিরোধী দলে ছিলাম এবং বিরোধী দলে থাকতে চাই। আমরা জনকল্যাণমুখী যেটা জনগণের ভালো হয় সেটিই আমরা করতে চাই।’

পার্টি অফিসে বিক্ষোভ প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, ‘এগুলো সাজানো জিনিস। কিছু লোক আমাদের পার্টিকে প্রশ্নবিদ্ধ করার অথবা ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। যেটা করা হয়েছে, সবার সঙ্গে আলোচনা করেই করা হয়েছে।’

এবারের নির্বাচনে নিয়ে তিনি বলেন, ‘এবারের নির্বাচনটা সঠিক নির্বাচন হয়নি। বেশির ভাগ ক্ষেত্রেই আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি ও বুথ দখল করা হয়েছে। সিল মারা হয়েছে, খালি ব্যালট পেপার ছিল। নির্বাচন দিয়ে সত্যিকার অর্থে আমাদের জনপ্রিয়তা বা জনগণের সঙ্গে আমাদের যে ভিত্তি, সেটা এই নির্বাচনের ফলাফলে সঠিকভাবে আসেনি।’

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত