এফআইআর দায়ের করে তনুশ্রী বললেন, রাখির জন্য বিয়ে করতে পারিনি 

  বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ১১:৩৫ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৯

আবারও বিতর্কে জড়ালেন রাখি সাওয়ান্ত। এবার অভিনেত্রী তনুশ্রী দত্ত তার নামে এফআইআর দায়ের করলেন। তিনি ওশিওয়ারা পুলিশ স্টেশনে রাখির নামে অভিযোগ করেন। তনুশ্রীর অভিযোগ, তাকে মানসিকভাবে হেনস্থা করেছেন রাখি।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি তনুশ্রী বলেন, ‘আমি এখানে রাখি সাওয়ান্তের নামে অভিযোগ করতে এসেছি। ২০১৮ সালে মি টু মুভমেন্টের সময় উনি যেভাবে আমায় মানসিক হেনস্থা করেছিল, সেটা সহ নানা কারণের এই অভিযোগ করেছি।’

তনুশ্রী আরও বলেন, ‘রাখি আমাকে নিয়ে যা যা মন্তব্য করেছেন সেগুলোর প্রত্যেকটার রেকর্ড বানিয়েছি আমরা। এবার ওকে আর ছাড়ব না। ওর নামে এই অভিযোগ করলাম, এবার লড়াই শুরু হল। তাড়াতাড়ি উপযুক্ত পদক্ষেপ নেয়া হবে, আমি পুলিশকে সবটা জানিয়েছি।’

এই প্রসঙ্গে তনুশ্রী বলেন, ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমার সময় ওরা রাখিকে সরিয়ে আমায় নিয়েছিল। এরপর নানা পাটেকারের জন্য আমাকে বাদ দিয়ে আবার রাখিকে সিনেমাতে নেয়া হয়। এটা পুরোপুরি একটা প্ল্যান ছিল, যাতে ওরা আমার নাম ব্যবহার করে পাবলিসিটি পেতে পারে। আমার সমস্ত চেক বাউন্স করিয়ে দিয়েছিল ওরা। গোটাটাই একটা প্ল্যান ছিল, আর রাখি এইটার অংশ ছিল।

অভিনেত্রীর কথায়, রাখির জন্য আমি অনেক মানসিক এবং শারীরিক ট্রমার মধ্যে দিয়ে গেছি। উনি আমার নামে যা যা সব বলেছিলেন সেগুলো আমি নিতে পারিনি। প্রতি বছর রাখি কোনো না কোনো নতুন টপিক নিয়ে হাজির হন লাইম লাইটে থাকার জন্য। ওর জন্যই আমার বদনাম হয়েছে, রেপুটেশন খারাপ হয়েছে।

রাখির কারণে বিয়ে করতে পারেননি তনুশ্রী। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘রাখি আমার ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করে কথা বলেছে। রাখির জন্য আমি বিয়ে করতে পারিনি। দীর্ঘ দিন তিনি আমাকে বিরক্ত করেছেন।’

কিন্তু ২০১৮ সালের ঘটনার জন্য এখন কেন এফআইআর করলেন তিনি? তনুশ্রীর কথায়, ‘আমি নানা পাটেকরের নামে ২০০৮ এবং ২০১৮ সালে কেস করেছি। ২০১৮ সালে রাখি ওর নোংরা এবং সস্তামানের ভিডিও বানিয়ে আমায় অসুস্থ করে দিয়েছিলেন। আমি এবার ফিরে এসেছি, এবার আমি পদক্ষেপ নেব এবং দেখবো যাতে ওর সব কাজের জন্য শাস্তি পান।’

তনুশ্রী জানান, তাকে নিয়ে রাখির বানানো ভিডিও দেখে রোজ কাঁদতেন তিনি। তার মতে গোটা ইন্ডাস্ট্রির সামনে রাখি তার ইমেজ নষ্ট করে দিয়েছেন। তার মিথ্যা অভিযোগের জন্য আমেরিকায় গিয়ে কাজের চেষ্টা করতে হয় তাকে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত