এপ্রিল-জুনের চেয়েও জুলাইয়ে শনাক্ত-মৃত্যু বাড়বে, আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৭ জুলাই ২০২১, ২১:৩৩ |  আপডেট  : ১৯ নভেম্বর ২০২৪, ০৯:১০

দিন দিন ভয়াবহ হচ্ছে দেশের করোনা পরিস্থিতি। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর আশঙ্কা করছে, সংক্রমণ যদি ঊর্ধ্বমুখী থাকে তাহলে এপ্রিল ও জুন মাসের চেয়ে জুলাইয়ে রোগী সংখ্যা ছাড়িয়ে যাবে।
 
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে এ শঙ্কা প্রকাশ করেন অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, ‘সংক্রমণের উচ্চমুখী এই প্রবণতা যদি অব্যাহত থাকে, জুলাইয়ে রোগী সংখ্যা এপ্রিল ও জুন মাসকে ছাড়িয়ে যাবে। লকডাউন বা বিধিনিষেধ অমান্য করার কারণে রোগীর সংখ্যা যদি অস্বাভাবিক বেড়ে যায়, তাহলে আমরা আবারও চ্যালেঞ্জের মুখে পড়ে যাব।’

তিনি আরও বলেন, ‘গত এক সপ্তাহ ধরে মৃতের সংখ্যা ১০০ এর ওপরে রয়েছে। গত এক সপ্তাহের চিত্র যদি আমরা দেখি, ৩০ জুন ১১৫ জন মারা গিয়েছিলেন, ১ জুলাই ১৪৩ জন, ২ জুলাই ১৩২ জন, ৩ জুলাই ১৩৪ জন, ৪ জুলাই ১৫৩ জন, ৫ জুলাই ১৬৪ জন এবং ৬ জুলাই ১৬৩ জনের মৃত্যু হয়েছে। পঞ্চাশোর্ধদের আক্রান্ত ও মৃত্যুর হার বেশি। এর আগে ঢাকা বিভাগের মৃত্যুর সংখ্যা বেশি থাকত। কিন্তু গত কিছু দিন ধরে দেখেছি রাজশাহী ও খুলনা বিভাগে মৃত্যুর হার স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি হয়ে গেছে।’

ভারতের সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ডের টিকা কবে আসবে তা সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলে জানিয়ে অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, ‘এই টিকা পাওযার জন্য যোগাযোগ অব্যাহত রয়েছে এবং আমরা বিশ্বাস করি- দ্রুত এ টিকা আমরা পেয়ে যাব। কোভিশিল্ডের টিকা আসলে, যারা প্রথম ডোজ নিয়ে অপেক্ষায় আছেন তাদেরকে অগ্রাধিকারভিত্তিতে দেয়া হবে।’

এদিকে, দেশে টিকা নিতে ৬ জুলাই পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ৭২ লাখ ৯৩ হাজার ২৫৮ জন। কোভিশিল্ড প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন ও দ্বিতীয় ডোজের টিকা নেন ৪২ লাখ ৯৩ হাজার ১৮১ জন। এখনো প্রথম ডোজের টিকা নিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন ১৫ লাখের বেশি মানুষ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত