একুশে ভোরে

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৪ |  আপডেট  : ৩ মে ২০২৪, ০৬:৫৪

সুনীল শর্মাচার্য
---------------------


রাজপথ লাল
কান্না বাতাস,
একুশে ভোরে
দুখী আকাশ!

রক্তে রাঙানো
যে ইতিহাস,
স্মরণে আনে
আগুনে বাস!

ফাগুন এলে
সেই তো মাস,
বুকের রক্তে
ভেজানো ঘাস!

মৌন মিছিল
স্মৃতির চাষ,
ছড়িয়ে পড়ে
শিমুল বাশ!

রূপকথা তা
কি প্রতিভাস,
করুণ গল্পে
মায়ের আশ!

ভাষার লাগি
সে অভিলাষ,
বুকের রক্তে
ঝরে নিশ্বাস!

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত