একাত্তরে

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ১০:৪১ |  আপডেট  : ১৫ এপ্রিল ২০২৪, ০৯:০১

মোঃ তাইফুর রহমান
------------------------


একাত্তরে বিজয় পেলাম
প্রিয় আমার দেশে
একাত্তরে বাংলা আমার
রক্তস্রোতে ভাসে।

একাত্তরে যুদ্ধ করে
এই পতাকা পাই
একাত্তরের শত স্মৃতি
বলার ভাষা নাই।

একাত্তরে মুক্তিযুদ্ধ
যায়না কভু ভোলা
একাত্তরের ডিসেম্বরে
স্বাধীন হয়ে চলা।

একাত্তরে শহীদ হলো
ত্রিশ লক্ষ লোক
একাত্তরে এই দেশেতে
নেমে আসে শোক।

একাত্তরে বীর বাঙালীর
কষ্টে কাটে দিন
একাত্তরের ডিসেম্বরে
বাজে সুখের বীণ।

একাত্তরের সংগ্রাম চলে
একটি দেশের জন্য
একাত্তরে বিজয় পেয়ে
বীর বাঙালী ধন্য।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত