একসাথে জুটি বাঁধলেন মাহফুজ এবং বুবলী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ নভেম্বর ২০২২, ১৩:৪৭ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১৪:৫৭

দীর্ঘদিন পর অভিনয়ে ফিরলেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ। তাও নাটকে নয়, সিনেমায়। অভিনয়ে ফিরেই জুটি বেঁধেছেন চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে। এ দুই তারকা গতকাল থেকে শুরু করেছেন নতুন একটি সিনেমার শুটিং। নাম ‘প্রহেলিকা’। এটি পরিচালনা করছেন চয়নিকা। সিলেটে চলছে এ সিনেমার প্রথম লটের শুটিং। এতে অভিনয় প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, ‘অনেকদিন পর অভিনয়ে ফিরলাম।

প্রস্তুতিও নিয়েছি দীর্ঘদিন ধরে। টানা দুই সপ্তাহ সিলেটে এ সিনেমার শুটিং করব। আশা করছি দর্শক আগের মতোই গ্রহণ করবেন।’ বুবলী বলেন, ‘মাহফুজ ভাইয়ের অভিনয় অনেক দেখেছি। এবার তার সঙ্গে কাজ করছি। ভালোলাগাটা অন্যরকম। এ সিনেমার গল্প দারুণ। আশা করছি আমাদের পরিশ্রম সার্থক হবে।’ মাহফুজ সর্বশেষ ২০১৮ সালে ‘সাড়ে তিনখানা চিঠি’ নামে একটি নাটকে অভিনয় করেছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত