একই রাতে শিবচরে ৮ দোকানে দূধর্ষ চুরি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ১৩:৩৪ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১২:১২
চালার টিন কেটে একই রাতে মাদারীপুরের শিবচরে ৮ টি দোকানে দূধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এসময় চোরচক্র নগদ টাকাসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, রবিবার রাতে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের ছোট বাহাদুরপুর মোড়ের জাবির এন্ড কায়ের প্লাজার ৮ টি দোকানের চালার টিন কেটে দোকানের ভিতরে প্রবেশ করে চোরচক্র। এসময় চোরচক্র শহিদুল ইসলামের শিবচর ইলেকট্রনি· থেকে ৪ লাখ টাকার মালামাল, মোশারফ হাওলাদারের মায়ের দোয়া গ্লাস এন্ড থাই এ্যালমুনিয়াম থেকে ২ লাখ ৫০ হাজার টাকার মালামাল, রফিকুল ইসলাম শেখের আজিজুল হক স্টীল গ্যালারি থেকে ১ লাখ টাকার মালামাল, মিজান বেপারীর মেসার্স পাভেল স্টোর থেকে ৬০ হাজার টাকার মালামাল, মোশারফ হোসেনের আমির হামজা ট্রেডার্স থেকে ১০ হাজার টাকার মালামাল, রশিদ মুন্সির এএস স্টীল এন্ড সেনেটারী থেকে ৫ হাজার টাকার মালামাল, মো: সলেমানের মক্কা থাই এন্ড গ্লাস হাউস থেকে ১৫ হাজার টাকার মালামাল, মো: শাজামালের শিকদার সাইকেল স্টোর থেকে ৫ হাজার টাকার মালামালসহ ৮ টি দোকান থেকে ৮ লাখ ৪৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরচক্র। সোমবার সকালে ব্যবসায়ীরা দোকানে এসে চুরি বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দিলে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শিবচর থানার ওসি মো: আনোয়ার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত