ভাঙ্গনের পদধ্বনী

উজানের ঢল ও টানা বৃষ্টিতে কাউনিয়ায় তিস্তার পানি বৃদ্ধি

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৭ |  আপডেট  : ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৪৯

দীর্ঘদিন অস্বস্তিকর গরমের পর টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে কাউনিয়ায় পয়েন্টে বাড়ছে তিস্তা নদীর পানি। ফলে তিস্তা পাড়ের মানুষের মাঝে ভাঙ্গন আতঙ্ক বিরাজ করছে। সেই সাথে আগাম আমন ধান নিয়ে দুঃচিন্তায় পড়েছে কৃষক।

সরেজমিনে তিস্তানদী বেষ্টিত চরাঞ্চল ঘুরে দেখা গেছে, কয়দিনের টানা প্রবল বৃষ্টির ও উজানের ঢলে নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পয়ে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেতে শুরু করেছে। ফলে আগাম আলু রোপনের জন্য তৈরী জমি, মৌসুমী ফসলের ক্ষতি সহ আগাম আমন ধান নিয়ে দুঃচিন্তায় পড়েছে কৃষক। গদাই গ্রামের আবুল হোসেন ও আলামিন জানান, নদীর পানি বৃদ্ধির ফলে আমরা ভাঙ্গন আতংকে আছি, পানি কমতে শুরু করলেই ভাঙ্গন শুরু হবে। ইতো মধ্যে অনেক বাড়ি-ঘর ও ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া শাখার উপ-প্রকৌশলী মোহাম্মদ রাশেদীন বলেন, অব্যাহত বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। পানির চাপ সামলাতে ব্যারেজের ৪৪ জলকপাট খোলা রাখা হয়েছে। জলকপাট খুলে দিলেও তিস্তা নদীর পানি কাউনিয়া সেতু পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া সংস্থাসমূহের তথ্যানুযায়ী, রংপুর বিভাগ ও তৎসংলগ্ন উজানে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে এসেছে। আগামী ২৪ ঘন্টা পর্যন্ত তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী ২ দিন হ্রাস পেতে পারে। এলাকাবাসী তিস্তার ভাঙ্গন রোধে নতুন সরকারের কাছে তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন চায়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত