ঈদে শাকিব খানের নতুন সিনেমা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৬ নভেম্বর ২০২২, ১১:৪৮ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১৪:৩৯

ফাইল ছবি

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সিনেমার নাম ‘শের খান’। সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক সানী সানোয়ার।

নির্মাতা সানী সানোয়ার সিনেমাটির শুটিং শুরুর ও মুক্তির তারিখ জানিয়েছেন গণমাধ্যমকে। শের খানের শুটিং শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারি। আর সিনেমাটি মুক্তি পাবে একই বছর দুই ঈদের যে কোনো একটিতে।

সিনেমার গল্প নিয়ে নির্মাতা বলেন, আমরা শাকিব খানকে নিয়ে যে শের খান নির্মাণ করতে যাচ্ছি এটার গল্পটা একটু আলাদা। যদিও পুলিশকে কেন্দ্র করে, সঙ্গে ক্রাইম থাকবে, থাকবে সাসপেন্স থ্রিল ও ড্রামা।

‘শের খান’ সিনেমাটি শাকিব খানের এসকে ফিল্মস ও কপ ক্রিয়েশনের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত