'ইরানে হামলা শেষ, আমাদের বিমানগুলো নিরাপদে ফিরেছে'
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ১২:২২ | আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০৫:০৪
ইরানে চালানো হামলাকে সফল অভিযান হিসেবে উল্লেখ করেছে ইসরায়েল। দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের সামরিক স্থাপনায় হামলা সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, প্রতিশোধের হামলা সম্পন্ন হয়েছে এবং অভিযান সফল হয়েছে। আমাদের যুদ্ধবিমানগুলো নিরাপদে দেশে ফিরেছে।
ইসরায়েলের বিমান বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি আইডিএফের। এর আগে আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলার কারণে রাজধানী তেহরান ও পাশে কারাজ শহরে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
হামলার তথ্য নিশ্চিত করে ইরান বলছে, ইসরায়েলি বাহিনী আমাদের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইরানের বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশে সামরিক ঘাঁটি হামলার শিকার হয়েছে।
তবে এসব হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি ইরানের। এর আগে আই২৪ নিউজের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ১৪০টি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত