ইরানকে দুর্বল করতে বিক্ষোভকে হাতিয়ার বানাচ্ছে যুক্তরাষ্ট্র

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৭ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ২০:০৪

ইরানকে দুর্বল করতে চলমান বিক্ষোভকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এ মন্তব্য করেন। 

যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু নেতা এসব দাঙ্গাবাজকে সমর্থন এবং ইরানি শাসনব্যবস্থার সমর্থনে রাস্তায় লাখ লাখ মানুষের উপস্থিতিকে উপেক্ষা করছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

এদিকে, বিক্ষোভের দশম দিনে ইরানকে ঘিরে বেড়েছে আন্তর্জাতিক মহলে সমালোচনা। দেশটির মোরাল পুলিশ ও মাহসা আমেনির মৃত্যুর সাথে জড়িত ব্যক্তিবর্গের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।জার্মানিতে ইরান রাষ্ট্রদূতকে তলব করে, বিক্ষোভকারীদের ওপর শক্তি প্রয়োগ বন্ধের অনুরোধ জানান চ্যান্সেলর ওলাফ শোলৎজ। 

সম্প্রতি ইরানের কঠোর হিজাব আইন অমান্য করার অপরাধে পুলিশের হাতে আটক হন ২২ বছর বয়সী মাহসা আমিনি। পরে পুলিশি হেফাজতে মৃত্যু হয় তার। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ-সহিংসতায় উত্তাল হয়ে ওঠে ইরান। এতে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমা দেশগুলোও।

ইরানের প্রায় ৫০টি শহরে অব্যাহত আছে বিক্ষোভ। ১৭ সেপ্টেম্বর শুরু হওয়া, এ বিক্ষোভে প্রাণ গেছে ৫৭ জনের; আটক হয়েছেন ১ হাজার ২শ' বিক্ষোভকারী।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত